দেশের সব সরকারি-বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য ১০টি বার্তা পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) তথ্য অধিদফতর (পিআইডি) থেকে এক তথ্য বিবরণীতে এসব বার্তা সব টেলিভিশনে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি টিলিভিশন চ্যানেলসহ সব ইলেকট্রনিক মিডিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাওয়া জনসচেতনতামূলক বার্তাগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
বর্তাগুলো হলো-
১. যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
২. ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিন।
৩. যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত তারা দেশ ও জাতির শত্রু।
৪. সহিংসতা নয়-শান্তি চাই, দেশ বাঁচাতে ঐক্য চাই।
৫. সরকারি সম্পত্তি বিনষ্টককারীরা দেশের শত্রু।
৬. জনগণের জানমালের ওপর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
৭. গুজবে কান দেবেন না।
৮. যেকোনও নাশকতামূলক তৎপরতা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন।
৯. নির্বাচন বানচালের যেকোনও অপচেষ্টা প্রতিহত করুন।
১০. ১৩ নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It