মানিকগঞ্জের হরিরামপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ডা. সাহিদুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফ আলী খান ও সহকারী সেক্রেটারি আলামিন হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি টিপু সুলতান ও সেক্রেটারি আব্দুল মান্নান, আমিনুর রহমান আজাদ গায়ান প্রমুখ।
(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৩ মার্চ ২০২৫)
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It