আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লাস্থ সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর।
ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ায় কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদে সাদাকে সাদা কালোকে কালো প্রকাশ প্রচারের সহযোগিতা করার আহ্বান জানান। বিগত দিনে ঝুঁকি ও চ্যালেঞ্জসত্ত্বেও অনেক সাংবাদিক সত্য প্রকাশ করেছেন। সকল সত্য জাগ্রত নির্ভীক সৎ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, সমাজে যে কোনো ভূমিকায় সাংবাদিকদের অবদান অপরিসীম। সাংবাদিকদের ভূমিকায় একটি আন্দোলন বাঞ্ছালও হতে পারে আবার সে সাংবাদিকদের ভূমিকা আন্দোলনে সফলতা অর্জন করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ চব্বিশের আন্দোলন ।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It