1. news@gmail.com : news :

বাংলার জনগণ বিচার ছাড়া নির্বাচন মেনে নেবে না: মাসুদ সাঈদী

  • প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উসকানি দিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা তাদের উসকানি ফাঁদে পা দেবো না। তবে আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের হত্যার বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় ও শহীদ আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুদ সাঈদী এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি , আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই। আমাদের দেশে একটি প্রচলিত কথা ছিল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা এসব পুরোনো কথা ভেঙে দিতে চাই। আমাদের দৌড় জাতীয় সংসদ পর্যন্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

তিনি বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে মেডিকেল টিম দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আল্লামার সেদিনের শেষ হাসি আজও পৃথিবীবাসী ভুলতে পারেনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ড. ব্যারিস্টার নাজিব মোমেন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসন মোহাম্মাদ মুজাহিদের সন্তান আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ডা. ফয়েজ আহমেদের সন্তান বেলাল আহমেদ, সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আবুল কালাম মো ইউসুফ এর নাতি তাহসিন আজমাঈন, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার সন্তান হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের সন্তান সোহায়েব হাসান ইমাম ওয়াফি, দৈনিক সংগ্রাম এর সাবেক সম্পদক আবুল আসদের ছেলে সোহায়েল আব্দুল্লাহ শাকিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It