ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ব্যাংকের মহাখালী শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্যামেলকো মোহাম্মদ মাসুদ পারভেজ, মহাখালী শাখার ব্যবস্থাপক খ.ম. খালিদ তৈমুর রানাসহব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন।
তিনি বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখা এবং আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ জানান তিনি।
সভায় গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সেবা ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট, তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যেতে চান।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It