1. news@gmail.com : news :
শিরোনাম :

জেনে নিন জাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও নির্দেশনা

  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আবেদনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়েছিল ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই তারিখ রেখেই ১ হাজার ৮১৬টি আসনে ভর্তির জন্য আগামী ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে প্রশাসন।

ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সময়সূচিসহ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু জরুরি নির্দেশনাও রয়েছে।

জেনে নিন পরীক্ষার কোন ইউনিটের পরীক্ষা কবে-

• ৯ ফেব্রুয়ারি পাঁচ শিফটে ডি ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু সকাল ৯টায়। ওই দিন ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• পরদিন ১০ ফেব্রুয়ারি একই ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। ১০ তারিখই পঞ্চম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ছাত্র-ছাত্রী উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 ১১ ফেব্রুয়ারি দুই শিফটে ই ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত এ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• ১২ ফেব্রুয়ারি পাঁচ শিফটে এ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• ১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে সি ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• ১৭ ফেব্রুয়ারি প্রথম শিফটে সি-১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছাত্র-ছাত্রী উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• এ ছাড়া সি-১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে।
• চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

১. ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে।
২. ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ওএমআর ফরম দেওয়া হবে না।
৩. ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্ট্যাপলার করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না।
৪. ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
৫. পরীক্ষা শেষে প্রশ্নপত্র জমা দিতে হবে।
৬. পরীক্ষা শুরুর অন্তত ১০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট আসনে উপস্থিত থাকতে হবে।
৭. পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
৮. পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৯. পরীক্ষার্থীকে তার মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
১০. বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকরা আসা-যাওয়া করতে পারবেন না।
১১. কলা ও মানবিকী অনুষদের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবেন।
ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ সাতদিনের মধ্যে ওয়েবসাইট থেকে জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It