মধ্যপ্রাচের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে এবং আজ শুক্রবারই প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, শুক্রবার সূর্যাস্তের পর সুদাইর এবং তুমাইরসহ পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে চাঁদ দেখা যাওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম মাস— পবিত্র রমজান ১ মার্চ, (শনিবার) থেকে শুরু হবে বলে ঘোষণা দেয়।
এরআগে শুক্রবার সবার আগে প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়।
অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ সূত্রে খালিজ টাইমস জানিয়েছে— দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ার পর ১ মার্চ থেকে রোজা শুরুর ঘোষণা দেয় সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এছাড়াও আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় এবং ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই, মালয়েশিয়া ও ফিলিপাইনে রমজানের চাঁদ দেখা যায়নি। দেশগুলো রবিবার থেকে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে ।
অন্যদিকে বাংলাদেশের আকাশে শনিবার রমজানের চাঁদ দেখা হবে। এদিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের কোথাও চাঁদ দেখা গেলে রবিবার থেকে রোজ পালন শুরু হবে। সেক্ষেত্রে শনিবারই প্রথম তারাবিহ হবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It