নিজস্ব প্রতিনিধি:
অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর শহরের মেয়ে নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলাম।
শনিবার(২২মার্চ) সকাল দশটায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর ও খেরুদিয়া গ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলাম।
এমন মানবিক কাজে পাশে থাকার জন্য সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিরা।
এ বিষয়ে নারী উদ্যোক্তা স্বর্ণা ইসলাম বলেন, আমার ব্যবসা ও ঈদে শপিংয়ের বাজেটের কিছু টাকা দিয়ে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের বাড়িতে গিয়ে নিজ হাতে নতুন কাপড়, ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরো বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের আহ্বান জানান।
(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২২মার্চ, ২০২৫)
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It