নিজস্ব প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংকের ১৪তম (চলতি অর্থবছরের ১ম) মাসিক সমন্বয় সভা (বর্ধিত সভা) ১৫ জুলাই ২০২৫ তারিখ, মঙ্গলবার বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
সভার শুরুতে ২০২৫-২০২৬ অর্থবছরের ঋণ বিতরণ, ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ আদায়, মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়, আমানত, মুনাফাসহ বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এ সময় সভায় মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম-সহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সহকারী বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
উক্ত সভায় শৃঙ্খলা ও আপীল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান সভা সঞ্চালনা করেন।
সভায় ব্যাংকের নীতিনির্ধারণী বিষয়, অনিম্পন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সার্বিক সূচকের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলের একাগ্রতা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার আহবান জানান।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It