1. news@gmail.com : news :
শিরোনাম :
হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিএফডিএসের চুক্তি অগ্রণী ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড, পেমেন্ট এন্ড ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের আয়োজনে প্রাইমারি ডিলারস পর্ষদের সভা ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে চুক্তি

বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের সমর্থন

  • প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের সমর্থন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কাতার।

মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান রাষ্ট্রদূত আল-কাহতানি।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানান, কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের আমিরকে সমর্থন এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশে সুযোগ-সুবিধা অন্বেষণ করুক উল্লেখ করে বলেন, এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতারের রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করে বলেন, তিনি আশা করেন, খুব শিগগিরই তার দেশ থেকে আরও ব্যবসায়ী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।

অধ্যাপক ইউনূস তার সরকারের সংস্কার অ্যাজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কাজ তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It