1. news@gmail.com : news :

অবশেষে বিশৃঙ্খলার মধ্যেই সমন্বয়কদের গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ

  • প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
অবশেষে বিশৃঙ্খলার মধ্যেই সমন্বয়কদের গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ

অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’প্রতিপাদ্য নিয়ে যাত্রা করা এই নতুন সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান নিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল বেলা তিনটার দিকে। কিন্তু কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম সংখ্যা নিয়ে ঝামেলা বাধে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। তাতে আত্মপ্রকাশে বিলম্ব হয় সংগঠনটির।

বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি মেনে নেবেন না বলে জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবি তোলেন তারা। সংবাদ সম্মেললনে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণার সময়ও তারা মিছিল-স্লোগান দেন।

নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীআবু বাকের গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নাম এসেছে সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

অন্যান্য বেশির ভাগ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামের আধিক্য। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হলেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী আর মুখপাত্র আশরেফা খাতুন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না গণতান্ত্রিক ছাত্র সংসদের। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ছাত্র সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কয়েক দিন ধরেই আলোচনায় ছিল এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশের খবর। এদিকে আগামী শুক্রবার ঘোষণা হতে যাচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It