1. news@gmail.com : news :

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ

  • প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি নিরঞ্জন চন্দ্র দেবনাথ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যোগদান করেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আইসিবিতে যোগদানের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো), বেসিক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংক লিমিটেড এ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের একজন ফেলো মেম্বার (এফসিএমএ)।

এছাড়াও তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস থেকে সিজিএমএ এবং সিএমএ ডিগ্রী অর্জন করেন। তিনি আইবিবি’র একজন ডিপ্লোমেট এসোসিয়েট।

নিরঞ্জন চন্দ্র দেবনাথ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৩ফেব্রুয়ারি)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It