1. news@gmail.com : news :

ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

  • প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ, আগেই এই দুই দল বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে। তবে ঢাকা স্টেডিয়ামে বাংলাদশে এবং ভারত ম্যাচটি মর্যাদার লড়াই। এই ম্যাচে ভারতকে যদি হারাতে পারে বাংলাদেশ, তাহলে সেটা হয়ে থাকবে বিরাট এক মাইলফলক।

অন্যদিকে এই ম্যাচে যেহেতু হামজা চৌধুরী এবং শামিত সোমদের মতো ফুটবলার বাংলাদেশ দলে রয়েছেন, তখন বাংলাদশের দর্শকরা জয় আশা করতেই পারে।

সে লক্ষ্যে খেলতে নেমে ঢাকা স্টেডিয়ামে ১২ মিনিটেই গোল করে এগিয়ে গেলো বাংলাদেশ। শেখ মোরসালিন করেন গুরুত্বপূর্ণ এই গোলটি।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পোস্ট লক্ষ্যে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত। কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে তিনজনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব।

বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। গোল…। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহেমদ ফাহিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It