1. news@gmail.com : news :

ছাত্রদল আগের মতো উল্টোপথে হাঁটছে: শিবির সভাপতি

  • প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী ছাত্রদল উল্টোপথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ (কম হোক বা বেশি হোক), তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টোপথে।”

ছাত্রদলকে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান শিবির সভাপতি। বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।”

মঙ্গলবার কুয়েটে হামলার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, “যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে, আপনাদেরও একই পরিণতি করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক- এই কামনা। নতুবা সকল ব্যর্থতা ও পরিণতির দায় নিজেদেরই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না। এই প্রজন্ম যথেষ্ট সচেতন।”

জাহিদুল ইসলাম আরও বলেন, “ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদের সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি- ‘অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন’।”

“কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?” বলেন শিবির সভাপতি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It