এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের থামিয়ে দেয়। এসময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে।
পরে ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। রোববার তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It