নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করলেও, এই স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে না।
রবিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নতুন পে স্কেলের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই গ্রহণ করবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারই বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব নেবে।
এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পরবর্তীতে নির্বাচিত সরকার পর্যালোচনা ও কার্যকর করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দামও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করে তিনি বলেন, ‘যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বেড়েছে।’
বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল আমদানির ব্যবস্থাও চলছে। সার্বিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার, এবং বর্তমান পরিস্থিতিকে তিনি ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It