স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে মানিকগঞ্জ, বগুড়া-সহ বেশ কয়েকটি এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনছে স্বপ্ন। উদাহরণস্বরূপ– ২৯ ও ৩০ অক্টোবর ‘স্বপ্ন’-এর আউটলেটে গ্রাহকরা মাত্র ২৯ টাকায় পটল পাবেন, যেখানে খোলা বাজারে এক কেজি পটলের দাম ৬০–৮০ টাকা।

স্বপ্ন মূল্যে স্বপ্নের সবজি সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে। লাউ ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৫৫ টাকা, করলা ৫৫ টাকাসহ বেশ কয়েকটি সবজি খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের জন্য সুলভ মূল্যে স্বপ্ন আউটলেটে বিক্রি হচ্ছে।
স্টক থাকা সাপেক্ষে স্বপ্ন ঢাকা, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জোনের আউটলেটে এই অফার প্রযোজ্য।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It