1. news@gmail.com : news :

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতে ইসলামীর

  • প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সেই সাথে নির্বাচনের আগে যে সংস্কারগুলো জরুরি তা সম্পন্ন করার জন্য সরকারকে জানিয়েছি। সনদ বাস্তবায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা বলেছি, এটি আদেশ আকারে জারি করার জন্য। কারণ, অধ্যাদেশ খুবই দুর্বল।

তিনি বলেন, এ বিষয়ে অনেক বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বসা হচ্ছে। আমরা বসেছি, সরকারও বসেছে। সবাই আদেশের কথা বলছে। আদেশের ভিত্তিতে গণভোট হবে। বিএনপি প্রথমে গণভোটে ‍দ্বিমত করলেও এখন সম্মত হয়েছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, তবে বিএনপি গণভোট নিয়ে একটি জটিলতা তৈরি করছে। তারা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চায়। অথচ গণভোট আর জাতীয় ভোট আলাদা। গণভোটের মাধ্যমে রিফর্ম কমিটি আলাদা হবে। আর জাতীয় ভোটের মাধ্যমে দেশ চলবে।

৭০ থেকে ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী একটি দলের আনুগত্য করছে জানিয়ে ডা. তাহের বলেন, সরকারি অফিস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা একটি দলের আনুগত্য করছে। অন্তর্বর্তী সরকারকের বলেছি, এসব জায়গায় বদলি বা পদায়নের মাধ্যমে ভারসাম্য আনতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান কজামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It