1. news@gmail.com : news :

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সমাধান সার্ভিসেসের এর মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্রামীণ টেলিকম-এর সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে এবং গ্রাহকেরা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং সমাধান সার্ভিসেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সমাধান-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মোঃ সালাহ উদ্দিন তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ. বি. এম. সাইফুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই কৌশলগত অংশীদারিত্ব আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর শরিয়াভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল সেবা উন্নয়ন এবং দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It