বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার উদ্যোগে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও প্রেসক্লাব হয়ে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠার পর থেকে শিবিরের ওপর নির্যাতনের ধারাবাহিকতা থাকলেও সংগঠনটির অবদানকে কেউ দমিয়ে দিতে পারেনি। ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছিল, এর কারণে ছাত্রসমাজের কাছে ছাত্ররাজনীতি ভয় ও আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু শিবির সব সময় ভালো নাগরিক তৈরি করার ছাত্ররাজনীতি করেছে।’
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, সরকারকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে লড়াই-সংগ্রাম করা ছাত্রদলসহ ইসলামি মূল্যবোধের ছাত্রসংগঠনকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র-জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে তারা ফ্যাসিবাদমুক্ত করেছেন। তাদের চোখে স্বপ্ন ছিল এক বৈষম্যহীন সমাজের। আমরা মেধা ও সততার মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে তুলব।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির সংগীতের রচয়িতা মোহাম্মদ মোরশেদ আলী, ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা।
শোভাযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It