পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর রাজশাহী ও রংপুর অঞ্চলের ৩ কোটি ১৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্ধ্বতন উপঃ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপঃ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপঃ ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবির ৩ কোটি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It