1. news@gmail.com : news :

বৃষ্টি উপেক্ষা করে ‘৩৬ জুলাই ঘোষণা’র অনুষ্ঠানে জনতার ঢল

  • প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠান চলছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে ঢল নেমেছে জনতার।

মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে এ অনুষ্ঠান চলছে।

সরেজমিনে দেখা যায়, শিশু, কিশোর থেকে শুরু করে সকল বয়সে মানুষ এসেছে এখানে। কারো মাথায় লাল সবুজের পতাকা, কেউ বা শরীরে জড়িয়ে নিয়েছেন পতাকা। নারীরাও এসেছেন নানা সাঁজে বিজয়ের আমেজ নিতে।

সড়কের মাঝে মঞ্চ করা হয়েছে। কয়েকটি এলইডি মনিটর বসানো হয়েছে। সেখানে সরাসরি মঞ্চের কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

এখন চলছে জুলাইয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করছেন শিল্পীরা।

এই মঞ্চ থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It