সোমবার (২৮ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৩তম বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। বিষয়টি কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টায়, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ দেশের অন্যতম পুরনো ও শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি হিসেবে পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।










