জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড ফেসবুকে এডমিন পোস্টে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, জামায়াত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত আছেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It