1. news@gmail.com : news :

৭ দফা জামায়াতের দলীয় নয়, গণমানুষের দাবি : দেলাওয়ার হোসেন

  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সাত দফা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নয়, গণমানুষের দাবি বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের উদ্যোগে ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের প্রচারাভিযান শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেলাওয়ার হোসেন বলেন, বিগত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিরকরণের এই সাত দফা আদায় হলেই মানুষের অধিকার আদায় হবে।

তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে খুনি হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এদেশের মানুষকে ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছিল। পুরো বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল। গুম-খুনের রাজ্য তৈরি করেছিল। অনেক রক্ত, অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে দীর্ঘ এক মাস লড়াই করে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। নতুন করে জাতিকে স্বাধীনতা এনে দিয়েছি। আমরা চেয়েছি পুরাতন রাজনীতি ধারা ছেড়ে সবদল নতুন ধারার রাজনীতি করবে, দেশ গড়বে।’

চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস এম আহসান উল্লাহর সভাপতিত্বে এবং বংশাল দক্ষিণ থানা আমির মাহাবুবুল আলম ভুঁইয়ার পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন কামরাঙ্গীরচর জোনের পরিচালক মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার দক্ষিণ থানা আমির মো: আনিছুর রহমান, কোতয়ালী থানা আমির মো: মতিউর রহমান, চকবাজার উত্তর থানা আমির মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পশ্চিম থানা আমির মো: আবুল হোসেন রাজন, চকবাজার পূর্ব থানা আমির মো: রফিকুল ইসলাম সিকদার, বংশাল উত্তর থানা আমির মাওলানা বিলাল হুসাইন, বংশাল পূর্ব থানা আমির মাওলানা তাজুল ইসলামসহ জোনের সকল থানা সেক্রেটারীরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

চকবাজার শাহী মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে পথসভার মাধ্যমে প্রচারাভিযান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It