1. news@gmail.com : news :

এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষা শুরু, আবেদন করবেন যেভাবে

  • প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী তার পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার (রিভিউ) জন্য আবেদন করতে চায়, তবে তা শুধু টেলিটক মোবাইলফোন নম্বর ব্যবহার করে করা যাবে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী এই তথ্য জানিয়ে বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ ও পুনঃনিরীক্ষায় রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড কারিগরি সহায়তা দিচ্ছে। যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটি টেলিটক মোবাইলফোন নম্বর ব্যবহার করে করা যাবে।

আবেদনের নিয়ম:

মোবাইল ফোনে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন : ১০১, ১০২।

আবেদনের সময়সীমা ও ফি : পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আজ শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It