চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে জামায়াতের একটি প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গত বুধবার (৭ মে) রাতে ওই এলাকায় অবস্থিত এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর সমাবেশ ডাকে দলটির নেতারা। এ উপলক্ষ্যে পূর্বঘোষণা অনুযায়ী বিদ্যালয় মাঠে জুমার নামাজের পর থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। এসময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একদল লোক এসে সমাবেশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালামসহ দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতাসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা কয়েকজন জামায়াত নেতাকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে তাদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It