1. news@gmail.com : news :

ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে: ডা. শফিকুর রহমান

  • প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সামনে উদাহরণ হল রাসূল (সা.) এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসূল (সা.) এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে
আজ ৪ মে বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দু’দিনব্যাপী জেলা ও মহানগরী আমীর সম্মেলনে প্রদত্ত সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, শত অন্যায়, অত্যাচার-নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তাঁর রাসূলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে কখনো মাথানত করিনি। আমরা সংগঠনের নিকট থেকে ইসলামের যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আপাতত অত্যন্ত কঠিন মনে হলেও দায়িত্ব সঠিকভাবে বণ্টন এবং পালন করলে আল্লাহ তায়ালা আমাদের সব কঠিন কাজকেও সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হল ভবিষ্যতে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন তাদেরকে আমাদের চাইতেও বেশী দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা।

আমীরে জামায়াত আরও বলেন, চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। দোয়া করি মহান আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করুন।

আমীরে জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রীম কোর্টের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা প্রদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের মামলার প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এ. আর. ইউসুফের সহকারী হিসেবে মামলা পরিচালনা করেছিলেন।

তিনি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মিথ্যা মামলা অত্যন্ত যোগ্যতার সাথে পরিচালনা করেন। তিনি আওয়ামী ফ্যাসিবাদের চাপের মুখে অত্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম /০৫মে /২০২৫)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It