1. news@gmail.com : news :

সালভো কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর

  • প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাটি রাজধানীর কাকরাইল ভিআইপি রোডে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন, ১৬০১এ)-এ হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেও অংশগ্রহণ করতে পারবেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। এ ছাড়া পরিচালক নির্বাচন ও পুনর্নিয়োগ, নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণসহ নিয়মিত কার্যসূচি আলোচনায় আসবে।

এজিএমে একটি বিশেষ প্রস্তাব (Special Resolution) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে কোম্পানির নাম পরিবর্তন করে বর্তমান ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’ থেকে নতুন নাম ‘সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ রাখার প্রস্তাব করা হয়েছে।

এর পাশাপাশি কোম্পানির স্মারক ও সংঘবিধির (Memorandum & Articles of Association) সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাবও করা হবে। তবে এ পরিবর্তন কার্যকর হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের পর।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারহোল্ডারদের সুবিধার্থে এজিএমে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় লিংক ও নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It