1. news@gmail.com : news :

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবির বিশেষ সচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

যাদের দক্ষতা, মনোযোগ ও দায়িত্ববোধ প্রতিদিন আমাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়—সেই নিবেদিতপ্রাণ চালকরাই সড়কের নীরব নায়ক। তাদের প্রতিটি সচেতন সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য জীবনের নিরাপত্তা। এই নায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আয়োজন করেছে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল—চালকদের মধ্যে নিরাপদ ড্রাইভিং, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্ববোধকে আরও গভীরভাবে জাগ্রত করা। যেন প্রতিটি যাত্রা হয় আরও নিরাপদ, প্রতিটি গন্তব্য হয় নিশ্চিন্ত।

অনুষ্ঠানে বিআরটিএ এবং গুলশান ট্রাফিক বিভাগের অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা ট্রাফিক আইন, গতিসীমা মেনে চলা, নিরাপদ ড্রাইভিংয়ের কৌশল, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং চালক ও যাত্রীদের করণীয়-বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ অংশগ্রহণকারী চালকদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে।

এ আয়োজন ইউসিবির চলমান সড়ক নিরাপত্তা উদ্যোগেরই একটি অংশ। ব্যাংকটি দৃঢ়ভাবে বিশ্বাস করে—নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব, আর তাতেই গড়ে উঠবে একটি নিরাপদ ও সচেতন বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ হাসনাইন মামুন, চিফ সিকিউরিটি অফিসার ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্ট, ব্যাংকের ট্রান্সপোর্ট টিম, মানবসম্পদ বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It