একযোগে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করেছে সরকার। নিবন্ধের মেয়াদ পার হলেও তা রিনিউ না করাসহ নানা অভিযোগ রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে।
সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ আদেশ জারি করে।
তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ উপধারা (২)(ঘ) ও রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা-২০১১ এর বিধি ৫ অনুযায়ী নিম্ন বর্নিত ৩৬টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা ৫ (পাঁচ) বছর অতিক্রান্ত হওয়ায় এবং শুনানিতে অংশগ্রহণ না করায়/সন্তোষজনক লিখিত জবাব প্রদান না করায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৪২ তম বোর্ড সভার ২১ নম্বর সিদ্ধান্ত এর আলোকে ২৬৬ তম বোর্ড সভার ২৭ নম্বর সিদ্ধান্ত মোতাবেক নিম্ন বর্নিত ৩৬ টি প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ এতদ্বারা বাতিল করা হলো।
এসব অনিবন্ধিত ডেভেলপার এবং অননুমোদিত প্রকল্প হতে প্লট/ফ্ল্যাট ক্রয় কার্যক্রম গ্রহণ থেকে জনসাধারনকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It