1. news@gmail.com : news :
শিরোনাম :
হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিএফডিএসের চুক্তি অগ্রণী ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড, পেমেন্ট এন্ড ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের আয়োজনে প্রাইমারি ডিলারস পর্ষদের সভা ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংকের ‘সেন্টার ফর এক্সিলেন্স’র আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সম্প্রতি, মেঘনা ব্যাংক পিএলসি. কর্মীদের ব্যাংকিং জ্ঞান, কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে ঢাকার মহাখালীতে সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে।

ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী ফিতা কেটে সেন্টার ফর এক্সিলেন্স—এর উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল হক, চেয়ারম্যান—রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, মোঃ আলি আকতার রিজভী এফসিএ, চেয়ারম্যান—অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক, মোঃ রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্‌সান খলিল, উপ—ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান এবং ব্যাংকের অনন্যা উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

এই ইনস্টিটিউটটি অত্যাধুনিক শ্রেণীকক্ষ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত করা হবে। ট্রেইনিং সেন্টারটি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের নেতৃত্ব উন্নয়নে, ডিজিটাল দক্ষতা অর্জন, সেবা উৎকর্ষতার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রাহক—কেন্দ্রিক ব্যাংকিং কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।

প্রধান অতিথি চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন, “ধারাবাহিক প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন হল উদ্ভাবন ও উৎকর্ষতার মূলভিত্তি। এই ট্রেইনিং ইন্সটিটিউট মেঘনা ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবর্তনশীল আর্থিক খাতে আধুনিক ব্যাংকিং জ্ঞানে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে সহায়ক ভুমিকা পালন করবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It