1. news@gmail.com : news :
শিরোনাম :
হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিএফডিএসের চুক্তি অগ্রণী ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড, পেমেন্ট এন্ড ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের আয়োজনে প্রাইমারি ডিলারস পর্ষদের সভা ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে চুক্তি

মগবাজারে রিকশা শ্রমিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
মগবাজারে রিকশা শ্রমিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

হাতিরঝিল থানার রিকশা চালকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক ও উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি মু. আতাউর রহমান সরকার।

রবিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ৩৫০ জন রিকশা শ্রমিক নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রমনা রিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি কবির আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহবুব আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহ-সম্পাদক ডা. সুলতান মাহমুদ। বক্তব্য দেন হাতিরঝিল পশ্চিম সভাপতি আব্দুল ওয়াদুদ সর্দার, সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ। এতে ৩৫০ জন রিকশা শ্রমিক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী শ্রেণি বৈষম্য পছন্দ করে না। শ্রমজীবী মানুষকে তাদের বন্ধু মনে করে। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো কাউকে ক্ষমতা থেকে নামাতে ও বসাতে শ্রমজীবী মানুষকে ব্যবহার করলেও জামায়াত এই কাজ কখনো করে না।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের মৌলিক অধিকার পূরণে হতে হবে আন্তরিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It