অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম। মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান মাহফুজ আলম। পরবর্তীতে গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে উপদেষ্টার দায়িত্বে আসা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলে আসছিলেন নাহিদ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র দেন।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে আপাতত মন্ত্রণালয়টি প্রধান উপদেষ্টার অধীনে থাকছে।
বাংলাদেশের অর্থনীতি ডটকম/
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It