জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা বা নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে নির্বাচন করার ডেটলাইন দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া হবে।
গতকাল রাত পৌনে ১০টায় ভালুকা উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়া জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন। মাহফিলে সভাপতিত্ব করেন আলাউদ্দিন ফকির।
তিনি আরো বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছেন। বাজারে কোনো সিন্ডিকেট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কোনো কিংস পার্টি নয়। তারা যদি ভালো করে জনসাধারণ ভোট দেবে। তারাও দেশের জন্য কাজ করবে। এ দলের একজন নেতা উপদেষ্টা ছিলেন। তিনি পদত্যাগ করে দলে যোগ দিয়েছেন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন দেশবরেণ্য কয়েকজন ওলামায়ে কেরাম।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It