1. news@gmail.com : news :
শিরোনাম :
হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিএফডিএসের চুক্তি অগ্রণী ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড, পেমেন্ট এন্ড ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের আয়োজনে প্রাইমারি ডিলারস পর্ষদের সভা ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ও ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংক এবং আকিজ ফেয়ার ভ্যালু লিমিটেডের সাথে মার্চেন্ট পে সার্ভিস চুক্তি স্বাক্ষর

  • প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
মেঘনা ব্যাংক এবং আকিজ ফেয়ার ভ্যালু লিমিটেডের সাথে মার্চেন্ট পে সার্ভিস চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি:

মেঘনা ব্যাংক আকিজ ফেয়ার ভ্যালু লিমিটেডের সাথে মার্চেন্ট পে সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে।

আকিজ ভেঞ্চার গ্রুপের খুচরা মুদিখানার চেইন আকিজ ফেয়ার ভ্যালু, তার ক্লায়েন্টদের নগদহীন মুদিখানার অভিজ্ঞতা প্রদানের জন্য মেঘনা ব্যাংকের সাথে মার্চেন্ট পে সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায়, মেঘনা পে গ্রাহকরা এখন আকিজ ফেয়ার ভ্যালুর আউটলেটগুলিতে ‘স্ক্যান এবং পে’ করতে পারবেন।

সম্প্রতি, উভয় প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেছে।

মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদ্দাত, আকিজ ভেঞ্চার গ্রুপের সিএফও মোখলেছুর রহমান আখতার, আকিজ ভেঞ্চার গ্রুপের পরিচালক অপারেশনস সৈয়দ জয়নুল আবেদীন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

“নগদহীন লেনদেন কেবল একটি অভিজ্ঞতা নয়, এটি দিন দিন বাধ্যতামূলক হয়ে উঠছে। আমরা পরবর্তী প্রজন্মের নগদহীন সমাজে ভূমিকা রাখার স্বপ্ন দেখি এবং মেঘনা পে আমাদের ডিজিটাল উদ্যোগগুলির মধ্যে একটি”, বলেন মিঃ কিমিওয়া সাদ্দাত। আকিজ ভেঞ্চার গ্রুপের সিএফও জনাব আখতার বলেন, “আমাদের গ্রাহকদের বিশ্বব্যাপী মুদিখানার অভিজ্ঞতা প্রদানের জন্য, আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি। আমরা বিশ্বাস করি, মেঘনা ব্যাংকের মার্চেন্ট পে পরিষেবা আমাদের ডিজিটাল লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/ ২৫ মার্চ ২০২৫)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It