1. news@gmail.com : news :

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবসহ তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সম্প্রতি তাদের সব ব্যাংকের সব ধরনের হিসাব অবরুদ্ধ করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাহতাবুর রহমান ছাড়াও তার ভাই মোহাম্মদ ওলিউর রহমান, ছেলে মোহাম্মদ এমাদুর রহমান, ভাতিজা মোহাম্মদ আশফাকুর রহমান ও মোহাম্মদ এহসানুর রহমানের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। হিসাব অবরুদ্ধের তালিকায় মাহতাবুর রহমানের মালিকানাধীন আল হারামাইন গ্রুপের কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদের নামও রয়েছে।

দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহীকে পাঠানো সিআইসির চিঠিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ২২৩ ধারার ক্ষমতাবলে তাদের একক ও যৌথ নামে বা তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে।

এনআরবি ব্যাংক ছাড়াও মাহতাবুর রহমান সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। আর তার ছেলে এমাদুর রহমান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন। আর দুই ভাতিজা মোহাম্মদ আশফাকুর রহমান ও মোহাম্মদ এহসানুর রহমান বর্তমানে এনআরবি ব্যাংকের পরিচালক হিসাবে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It