মাগুরার মহম্মদপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরি হয়। এরপর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল গ্রামের অনেকেই। এর মধ্যে সম্প্রতি একরামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কিছু লোক ইসরাফিলকে নিজ বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই গ্রামের কিছু মানুষ তাকে বিভিন্ন চুরির ঘটনায় সন্দেহ করছিল। শেষ পর্যন্ত এ কারণে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রাণে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, তিনটি মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও বাঁচানো যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ইসরাফিলের নামে কোনো মামলা নেই, তবে অতীতে মামলা ছিল। সব দিক বিবেচনা করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It