যারা পলাতক আসামিদের আশ্রয় দিয়েছে, তারাও ঘৃণ্য অপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্র, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে প্রথম দায়িত্ব হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত।
তিনি আরও বলেন, আজকের এই রায়ে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারসহ দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খা আংশিক পূরণ হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যত বড় রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক নেতা হোন না কেন, কেউই আইনের উপরে নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার কাজ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It