পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি. এম. ইউসুফ আলী।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বীমা গ্রাহকদের সেবার মান উন্নয়ন, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন শাখা ও অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পপুলার লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। গ্রাহক আস্থা ধরে রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে দাবী নিষ্পত্তি ও সেবা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It