1. news@gmail.com : news :

ধানমন্ডিতে পৌঁছেছে দুটি বুলডোজার

  • প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
রাজধানীর ধানমন্ডি ৩২-এ দুটি বুলডোজার পৌঁছেছে। সোমবার সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হয়। এক দল তরুণ এগুলোর সঙ্গে আছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে সেখানে।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্পপ্রচার করা হবে। সেই সঙ্গে বিটিভি থেকে দেশের অন্য টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করতে পারবে। এ ছাড়া বিটিভি থেকে রায়টি রয়টার্স সরাসরি সম্প্রচার করবে বলেও জানা গেছে। অন্যদিকে ঢাকায় বড়পর্দায় কয়েকটি স্থানে সরাসরি রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিনজনের প‍্যানেল এই রায় ঘোষণা করবেন।
এ মামলার অপর দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It